ভার কার্য্য বিবরণী বহি
সভার নং- তাং-
উপস্থিত সভ্যগণের নাম ...................... সভা
স্থানঃ ধলগ্রাম অস্থায়ী কার্যালয়
সময়ঃ দুপুর ২টা
০১। মোঃ হাফিজুর রহমান চেয়ারম্যান ইউ/পি
০২। মোছাঃ জেসমিন আক্তার ইউ/পি সদস্য
০৩। মোছাঃ রওশনারা বেগম ইউ/পি সদস্য
০৪। ডলি রানী বিশ্বাস ইউ/পি সদস্য
০৫। মোঃ আমিনুল ইসলাম ইউ/পি সদস্য
০৬। মোঃ আঃ রশিদ ইউ/পি সদস্য
০৭। মোঃ নাজমুল ইসলাম ইউ/পি সদস্য
০৮। মোঃ বদিউজ্জামান ইউ/পি সদস্য
০৯। দিপংকর বিশ্বাস ইউ/পি সদস্য
১০। মোঃ ওলিয়ার রহমান ইউ/পি সদস্য
১১। মোঃ লিয়াকত সরদার ইউ/পি সদস্য
১২। মোঃ রাকিবুল ইসলাম ইউ/পি সদস্য
১৩। মোঃ সুভাষ ইউ/পি সদস্য
৫নং ধলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ হাফিজুর রহমান সভাপতিত্বে সভার কার্য আরম্ভ করা হয়। সভার শুরুতে জনাব সভাপতি সাহেব উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করার জন্য সচিব ইউনিয়ন পরিষদকে অনুরোধ জানান। অতঃপর আলোচ্য সূচি অনুযায়ী সভার কার্যক্রম পরিচালিত হয়।
১। পূর্ববর্তী সভার কার্য বিবরণী পঠন ও দৃঢকরণ সংক্রান্ত আলোচনাঃ-
ইউনিয়ন পরিষদ সচিব, বাঘারপাড়া, যশোর বিগত সভার কার্যবিবরণী সভায় পাঠ কওে শুনান। কার্যবিবরণীতে কোন সংশোধনী না থাকায় উহা সর্বসম্মতিক্রমে দৃঢকরণ করা হয়।
২। বাজেট ২০১৪-২০১৫ সংক্রান্ত আলোচনাঃ ু
জনাব সভাপতি সাহেব জানান যে, ২০১৪-২০১৫ অর্থ বছরের জন্য ট্যাক্স প্রস্তাব ও আনুমানিক আয়- ব্যয়ের জন্য বাজেট প্রণয়নের নির্দেশ রহিয়াছে। সেহেতু আগামী ২০১৪-২০১৫ অর্থ বছরের আয় ব্যয়ের জন্য আনুমানিক বাজেট তৈরী করা হউক। তিনি আরো বলেন যে, গত ২০১৩-২০১৪ অর্থ বছরের ধার্যকৃত ট্যাস্ক ১,১০,০০০/- টাকা বহাল রাখিয়া আগামী অর্থ বছরের বাজেট প্রস্ত্তত করা হউক। উক্ত প্রস্তাব উপস্থিত সদস্য গণ সমর্থন করিলেন এবং আলাপ আলোচনা সাপেক্ষে সর্ব সম্মতিক্রমে গৃহিত হইল। এই মর্মে ২০১৪-২০১৫ অর্থ বছরের জন্য উক্ত ১,১০,০০০/- টাকা ট্যাস্ক ধার্য করিয়া আয় ব্যয়ের সহিত সামঞ্জস্য বজায় রেখে আগামী ২০১২-২০১৩ অর্থ বছরে নিন্ম বর্ণিত বাজেট করিবার সিদ্ধান্ত গৃহিত হইল।
নিম্নে ২০১৪-২০১৫ অর্থ বছরের আয়-ব্যয়ের আনুমানিক বাজেট দেওয়া হইলঃ
পাতা চলমান
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS